পুতুলের বিয়ে

পিনাকী বসু, কলকাতা

 

ঢ্যাং কুড়াকুর ঢ্যাং কুড়াকুর বিয়ের বাদ্যি বাজে

ছেলে পুতুল বসে আছে গম্ভীর বর সেজে |

ছোট্ট যেমন বর

পুঁচকে তার নিতবর  

মেয়ে পুতুল কনের সাজে রাঙা যেন  লাজে | 

বরের বাবা  বরকর্তা হেলেদুলে এলো

দেনা পাওনা গয়নাগাটি বুঝে সুঝে নিলো

বরযাত্রী খেয়েই বেজায় খুশি

কনের বাবার মুখে   ফুটলো হাসি

পুতুল  বিয়ে  ভালোয় ভালোয় মিটলো |

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =