পৃথিবীর প্রতিশোধ

সুমান কুণ্ডু, কলকাতা ##

তোমরা মানবজাতি, করেছো অনেক ক্ষতি 

আমি পৃথিবী তাই আজ ধ্বংসলীলায় ব্রতী

কেটেছো গাছ, তুলেছো তেল ছড়িয়ে দূষণ 

মারণরোগ তাই আজ আমার ভূষণ। 

ঝরেছে অনেক রক্ত, অনেকে তিতিবিরক্ত 

সেই হেতু আমি আজ এমন শক্ত।

সন্ত্রাস, খুনোখুনি অস্ত্রের ঝনঝনানি

বাধ্য করেছে তোমাদের দিতে শাসানি।

অবোধ শিশুর নিয়েছো প্রাণ অবলীলায়

মন আমার পরিণত আজ কঠিন শীলায়

অভুক্ত, অসহায় মানুষের হাহাকার

স্তব্ধ করেছে তোমাদের নিপিড়ন চাকার।

দরকার নেই আজ কোন পরমাণু বোমার

গর্বের শেষ চাই আমি এখন তোমার

ভাইরাস ছড়িয়ে যদি ভাবো করবে জয়?

জ্বলন্ত প্রমাণ থাকবে তোমার মৃত্যুভয়। 

পারবে কিনা জানিনা থামাতে এ প্রলয়

বহু প্রাণের বিনিময়ে আসবে হয়ত বিজয়!

তবু মনে রেখো এই পৃথিবীর শয়তানদের –

বিনাশ করতে উদয় হবেই আমাদের।

One thought on “পৃথিবীর প্রতিশোধ

  • May 4, 2020 at 4:19 am
    Permalink

    Odvut vabe bastob tule dhorle

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + fifteen =