প্রভাতে

 গৌতম জি সিনহা ##

একেলা একান্তে 

প্রভাতে পথে

বসেছি বিরলে

সুখের সখা

আসিবে আশায়

পথেরই পদতলে ৷

কতদিন কতকাল

দুঃখের দাবানলে

জ্বলিয়া যাতনায়

রহিব রসাতলে

কালো কয়লার

আঙ্গিক আঙ্গিনায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − twelve =