প্রাপ্তি

 অর্ণব রায় ##

আমাদের প্রত্যেকের জীবনের গল্পগুলো হুবহু মিলে গেছে; 

গল্পের কাঠামো, চরিত্রগুলোর সুনাম দুর্নাম,  

চালাকি এবং লক্ষ লক্ষ বোকামো।

আমাদের প্রত্যেকের যন্ত্রণাগুলোও একইরকম;  

পোকাধরা দাঁতের, ঝড়বৃষ্টিতে সব হারানো রাতের।

অনেক চেষ্টার পরে

আমরা যত সুখ আর ষত অসুখ জড়ো করতে পেরেছি, 

এবার সকলে একসাথে ওগুলোতে আগুন লাগিয়ে দেবো; 

বান্ডিল বান্ডিল অসুখ পুড়বে, 

বান্ডিল বান্ডিল পুড়বে সুখ।

ভালবাসা কিম্বা নক্ষত্রপতন, 

অন্ধকার অথবা আলোর মতন বৈপরীত্যে 

বিন্দুমাত্র আগ্রহ নেই আমাদের; 

বদলে, আমরা প্রত্যেকে অধিকার করে’ নেবো 

গোটা গোটা আনন্দকেই। 

সেই হবে নিজেদের কাছ থেকে 

আমাদের শেষ কিছু পাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =