প্রেম

জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা ##

জখম হৃদয়কে ফেলে গেছে প্রেম মাঝ পথে, 

ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে ছুটে চলে শরীর লোকালয়ে, 

যন্ত্রণায় ভেঙেচুরে উপরে দেয় ফসলের খেত, 

প্রেম তুমিই তো গুণী, তুমি ছেড়ে গেলে এ বুকের দাম বোঝাবে কে? 

ওহে প্রেম কতবার উপড়ে ফেলবে বুকের সাম্রাজ্য? 

সহস্রাধিক মরবে হৃদয় তোমার আঘাতে,

 তার চেয়ে ও বেশি বার জন্ম নেবে, 

জন্ম নেবে হৃদয়ের উপত্যকা,

 গঠন হবে দেশ শয়ে শয়ে আবারও।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =