বদলে যাওয়া সময়

 স্বপ্না আচার্জী, কোচবিহার ##

আমি আরও গভীর ঘুমে 

ডুবে যেতে চাই ,

ভুলে যেতে চাই সেইসব 

আলাপচারিতাগুলো ।

এই যে বদলে যাওয়া সময়

একেই আমি আরও বেশি করে

আপন করতে চাই ।

আরও বেশি করে আঁকড়ে ধরতে চাই 

না- পাওয়া সেই স্বপ্নগুলো ।

ভালোবাসায় নিজেকে উন্মুক্ত করা 

সেই সব দিনরাত্রির কাব্য ,

অকপট সেই নির্বিরোধী প্রেমই 

আমাকে বদলে দেয় 

সুপ্রাচীন সময়ের মত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =