বন্ধন

কমল মাইতি, রামনগর, পূর্ব মেদিনীপুর ##

এ বন্ধন শুধু হলুদ সুতোর নয়, এ বন্ধন প্রেম ভালোবাসা স্নেহময়।

এ বন্ধন এক সম্পর্কিত। অভিমান ভাঙ্গে ।নতুন ভাবে বাঁচতে শেখায়…

এ বন্ধন জাতি ভেদাভেদ বোঝে না। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন্য…

এ বন্ধন দায়িত্ব বোঝে, প্রাণ দিতে অস্বীকার করে না, প্রাণের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =