বন্ধু

কাকলি সরকার (নীপা), গোবরডাঙ্গা, উত্তর ২৪ পরগনা 

 

আজ বৃষ্টিতে আয় না বন্ধু নৌকা ভাসাই।

থই থই জলে মাঠ ভরে আছে;

রাস্তা গলিতে স্রোত নেমে গেছে;

সাদা সাদা ঐ কাগজ গুলোকে,

ভাঁজ করে করে নৌকা বানাই।

আজ বৃষ্টিতে চল্‌ না বন্ধু

নৌকা ভাসাই।।

মনে পড়ে তোর সেই ছেলে বেলা

স্কুল পালিয়ে রথের মেলা?

জিলাপীর প্যাঁচে মন ডুবে গেছে;

সিঙাড়া গন্ধ বাতাসে উড়িছে।

ঝাল মুড়ি নিয়ে সেই মারামারী?

খুন্‌সুটি আর কাদা মাখামাখি?

সব কিছু নিয়ে গল্প বানাই।।

আজ বৃষ্টিতে চল্‌ না বন্ধু

নৌকা ভাসাই।।

মনে পড়ে সেই পুতুলের বিয়ে,

লাল টুকটুকে ব্যনারসী দিয়ে;

কলার খোলের নৌকা বানিয়ে;

সারি বেঁধে বেঁধে পুকুরে ভাসাই।

আজ বৃষ্টিতে চল্‌ না বন্ধু

নৌকা বানাই।।

আজ তোর আছে সংসার ভারী

অফিস যাবার তাড়া,

আমার মেয়ে তো একাই একশো

তোলপাড় করে পাড়া,

তোর ছেলে বুঝি ডাক্তারী পড়ে?

মেয়ের মাধ্যমিক?

কিরে সব কিছু ভুলে যাইনি তো

বল্‌ছি তো ঠিক্ ঠিক্?

কোথায় যেন ফ্ল্যাট্ কিনেছিস?

ফেসবুকে দেখলাম।

আমার দোতলা রং হয়ে গেছে

পাশের প্লট্‌টাও সেদিন কিনলাম।

কাকি মা কেমন আছে রে?

কাকু রোজ রোজ হাঁটে?

আমার বাবার হার্টে প্রবলেম

যন্ত্রনা গাঁটে গাঁটে।।

কিছু কিছু চুলে পাক ধরেছে রে

সময় গিয়েছে চলে

কিছু কিছু স্মৃতি মুছে গেছে আজ

কিছু আজও কথা বলে।

তবু আজও বুঝি বৃষ্টি পড়লে;

জানালার পাশে বসে,

বাদাম ভাজা খাবার মজা;

স্মৃতিপটে ভেসে আসে।

এখনও অঝোরে বৃষ্টি ঝরছে

চল্‌ না বন্ধু যাই;

থই থই জলে মাঠ ভরে গেছে;

রাস্তা গলিতে স্রোত নেমে আছে।

সাদা সাদা ঐ কাগজ গুলোকে,

ভাঁজ করে করে নৌকা বানাই

আজ বৃষ্টিতে চল্‌ না বন্ধু

নৌকা ভাসাই।

এতটা রাস্তা পেরবার পর

সব কিছু ভুলে আরও একবার

চল্‌ না বন্ধু হাত ধরে ধরে

শৈশবে ফিরে যাই

আজ বৃষ্টিতে চল্‌ না বন্ধু

নৌকা ভাসাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =