বর্ষা এলো

প্রহাণ মুখোপাধ্যায়, কলকাতা, (বয়স ১০) ##

সকাল থেকে ঝিপিরঝিপির টিপটিপানি শুরু,

মাঝে মাঝে মেঘের গুমোর ভাঙছে গুরুগুরু।

তাকিয়ে দেখি আকাশ জুড়ে রূপোর মত মুখ,

‘বর্ষা এল! বর্ষা এল!’ মনে ভরলো সুখ।

##

বাতাস দেখো সুখের চোটে করছে ছুটোছুটি,

পুকুর ধারে ব্যাঙরা দেখি করছে লুটোপুটি।

এসব দেখে ময়ূর দাদা ধরল খুশির নাচ,

বাড়ির পাশে জলায় দেখি পদ্ম ফুটলো পাঁচ।

##

নদী-নালা, পুকুর-ডোবা, সবাই পেল বল,

জলের চটে হঠাৎ করে করছে টলমল!

বর্ষা এল! বর্ষা এল! সবাই জুড়ল গান

গরম এবার নরম হল, জুড়ালো সবার প্রাণ।  

4 thoughts on “বর্ষা এলো

  • July 11, 2019 at 4:05 am
    Permalink

    Khub bhalo
    Keep it up

    Reply
  • July 11, 2019 at 7:17 am
    Permalink

    তুমি এমন লিখবে বলেই বর্ষা এল। এই লেখাটা আগের টার চেয়ে আরও পরিণত ও সুন্দর হয়েছে।

    Reply
    • July 11, 2019 at 9:42 am
      Permalink

      ধন্যবাদ পিসি। বর্ষা তো লেখার আগেই এসেছে। ওটা দেখেই তো আমি উৎসাহ পেলাম।

      Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − four =