বহুমাত্রিক ভাষার দৃষ্টিকোণ
মলয় দাস (পরিযায়ী)
পৃথিবীর অনেক রূপের মধ্যে চোখের দৃষ্টিও বহুরূপী। নীরব ভাষার বিপ্লব কখনো চকচকে কামকীয় লোভাতুর, কখনো স্নেহের,কখনো ভালোবাসার স্পর্শ। ভালোবাসা আর ঘৃণার সংমিশ্রণে অদ্ভুত হিংসাত্মক ভাষার জন্ম হলে এই ভাষা শুধু একমাত্রিক নয় ঘর্মাক্ত কায়িক ভয়ার্ত শ্রমেরও সৃষ্টি করে। চোখের দৃষ্টিতে যে ধর্ষণ হয়,রোষানলের দাবানল বৃষ্টিধারায় উত্তপ্ত ধাতুর বিভিন্ন জ্যামিতিক দৃষ্টিকোণ সৃষ্টি করে , গিরগিটির পর ভাষাও এক বহুরূপী বহুমাত্রিক কিন্তু নিরাকার।