বাঁচবে ওরাও

           প্রবীর রায় ##


এ কি হল যুব সমাজের-সকলেই কোনো না কোনো দুষ্কর্মে লিপ্ত
সকলেই কোনো না কোনো ব্যধিতে আক্রান্ত
যেদিকেই দেখছি অসুস্থ মস্তিষ্কের কঙ্কাল
দৌড়াদৌড়ি-ছোটাছুটি করছে রক্তের জন্য
তবে কি রক্তই সকলের খাবার-জীবন-তপস্যা
কেউ কিছু বলেনা-ভয় পায়,ওদের চক্ষুঃ দেখে
রক্ত-রকেট গতিতে ছোটে ভস্ম করতে
প্রত্যেকের হাতে অস্ত্র,ওরা নিজ মরজিতে চলে
কোথায় গেল মা-বোনেরা,তারা পলায়ন করছে কেন
কেউ বাড়ির বাইরে যেতে চাইছেনা কেন
সকলের হাতে কন্ডোম,বস্ত্র পরাবে বলে
তারা যুদ্ধ চাচ্ছে কেন,হত্যার খেলাই নৃত্যরত কেন
ধিক্কার এই প্রতিষ্ঠানকে-প্রতিষ্ঠাতাকে-সমাজকে
কেন তারা মুখ বুজে সব সইছে,প্রতিবাদ করার হিম্মত নেই কারোর
শুধু একটা হাত চাই লড়ার জন্য তাহলেই ঝুলি পূরণ হবে
ফিরে পাবে যুবসম্প্রদায় তাদের প্রাণ,বাঁচবে ওরাও।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − two =