বাঁচাও বাঁচাও

তাপস কুমার মুখোপাধ্যায় ##

কি ভয়ানক এক সন্ধ্যা 

চোখের সামনে আস্তে আস্তে বেড়ে ওঠা 

তখন কতটুকু ছিল ও

যখন আমার আসা, এলাকাবাসী ।

ক্রম বিকশিত হতে থাকা 

যেন আকাশ ছুঁতে চাওয়া 

কৃষ্ণচূড়া, রাধাচূড়াকে যেন টক্কর দেওয়া 

রূপে মোহিত আমি, এলাকাবাসী ।

সুন্দর থেকে সুন্দরতর

বসন্তের লালিত্যে লাল হয়ে ওঠা 

রৃপ-রসভরী সে পূর্ণ যুবতী 

শিমুল সুন্দরী আমার , আমি, এলাকাবাসী ।

কি অসম যুদ্ধ যেন অভিমন্যু 

বীরদর্পে শিমুল সামনে আমপান

ক্ষেপে ক্ষেপে আসা ঘূর্ণির সাথে 

দেখি সে বীরের লড়াই, এলাকাবাসী ।

হঠাৎ সব চুপ যেন শান্তি সংস্থান 

বেদম শিমুল দম নিতে থাকে 

তখনি আমপান হানে ঝটিকাঘাত 

করে জর্জরিত, সাক্ষী এলাকাবাসী ।

বহুক্ষণের ধকলে যখন বেসামাল 

তখনই করে শিমুল আর্ত চীৎকার 

শাখা-প্রশাখা যেন হাত নেড়ে নেড়ে ডাকে 

বাঁচাও বাঁচাও, অসহায় চোখ, এলাকাবাসী ।

ধীরে ধীরে ভূপাতিত আমার শিমুল সুন্দরী 

চোখে ভাসে তার কমলা আস্তরণ 

ক্ষয় নেই ক্ষয় নেই তোর থাকবি অন্তরে 

কেমনে ভুলিবে তোরে , এ হতভাগ্য এলাকাবাসী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =