বাধ্য ছেলে 

আশিক ফয়সাল

বাজার থেকে আনলো বাবা
গোল্লা মিঠাই ডজন খানা 
ঘরে নাকি আসবে কুটুম 
আমায় খেতে করলো মানা ।
আমিও খুব বাধ্য ছেলে 
বাবার কথা খুব যে শুনি 
একটা দুটো খাই যদিও
কিবা এমন বকবে উনি ?

খেয়ে দেখি দুটো আগে
পরে যা হয় দেখা যাবে 
একটু বাবা বকলে বকুক 
পেট তো আমার শান্তি পাবে !
কিন্তু দুটোয় মন ভরে না 
আরো দুটো খেতেই পারি 
বারো থেকে চারটা খেলে 
কি আর এমন হবে ভারি ?

কজনই বা আসবে কুটুম 
আটটা মিঠাই আছে আরো 
তাই বুঝি মন বলছে শুধু 
আরো দুটো খেতে পারো ।
চোখ বুজে তাই খেলাম দুটো
থাকলো মিঠাই গোটা ছটা
আরো দুটো খেয়ে নিলাম
কুটুমরাই বা খাবে কটা ?

ডজন খানা মিঠাই থেকে
চারটা মিঠাই রইলো বাকি 
চারটা মিঠাই দিলে ওদের
ভালো দেখাই মোটেও তা কি?
তার থেকে সব খেয়েই ফেলি 
বাবা কিনে আনবে আবার
আমিও খুব বাধ্য ছেলে 
আর খাবো না ওদের খাবার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 6 =