বিধাতা পুরুষ

 সাইনি রায়, হাওড়া ##

কোন ধর্মে মাথা নোয়ালে

লুটবেনা কোনো মেয়ের ওড়না পাটের ক্ষেতে ?

প্রশ্ন এমন হাজারো জাগে ।

বিধাতা তুমি কি শুধুই পুরুষ ?

তাহলে কেন তুমি নিশ্চুপ ,

যখন কোনো নারীর সম্ভ্রম লুন্ঠিত হয় দিনে – রাতে ।

বিধাতা তুমি কি শুধুই পাষাণ ?

তাই যদি না হয় তাহলে তুমি কেন অবিচল ?

যখন কোনো নরাধম ;

ছোট্ট নিষ্পাপ শিশুকে করে যৌন হয়রানি

তখন কোথায় তোমার বিচারের বাণী ?

স্বর্গ চাইনা ভগবান ,

শুধু জবাব চাই ।

তুমি আছো কি না আছো ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + seventeen =