ভালোবাসার ঘ্রাণ

সৌমিত্র মজুমদার, কলকাতা

 

কান্না দিয়েও ধুয়ে ফেলা যায়

গহন মনের আবিলতা,

কালিমার অদৃশ্য পোঁচ যখন

তিলে তিলে ঢেকে ফেলে অন্তরঙ্গ প্রেম—

অসহিষ্ণুতার বাতাবরণ এসে তখন রুখে দাঁড়ায়

বিদ্রোহ ঘোষণা করে নৈসর্গিক সম্পর্কের বিরুদ্ধে ;

কাকতালীয় কথা দিয়ে  কতো ঢাকবে নিজেকে

অন্ধ নির্জনতার আলপথ ধরে চলতে চলতে

কবেই তো হারিয়ে ফেলেছো মুখর সে দিন !

ভালোবাসার সুমিষ্ট ঘ্রাণ তাই টের পাওনা

অনেকটাই আলগা হয়েছে কমনীয়তা,

ধূসরপ্রায় বসন্তের মধুবাস‌ও

শিথিল সম্পর্কের রন্ধ্রে রন্ধ্রে এখন

অসংখ্য অদৃশ্য ফাটল,

জানি  না আগামী শতাব্দীর কাছে কী উত্তর দেব

ইদানীং চোখ বুজলেই দেখতে পাই শুধু

ভয়ংকর সেই আগুন

আর তার লেলিহান শিখায় পুড়ছে

আমাদের অসুস্থ বিবেক

দেখতে কি পাচ্ছো তুমি……?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twenty =