ভাল আছি তো !

বিশ্বজিৎ কর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর ##

মনের মাঝে অনেকেরই স্থান হয়েছে-

হ্যাঁ,আমার মনের কথা বলছি!

বিশেষ বিশেষ কেউ তো আছেই….

অনাস্বাদিত সুখ পাই,

স্মৃতি রোমন্থনে শিহরিত হই!

ভাবনার ক্যানভাসে ওরা,

প্রায়ই ভালবাসার মশাল জ্বালিয়ে,

আমাকে তপ্ত করে!

আমি অস্থির হই কাঙালপনায়;

ভালবাসার মানুষগুলো কল্পিত কামনায়,

আমাকে স্বস্তি দেয়!

আমি ছবি আঁকি-নিবিড় সোহাগের!

ভাবনার ক্যানভাসে শ্রদ্ধার মানুষগুলো,

আর্শীবাদের বরণডালা থেকে,

অনুপ্রেরণার আলো দেখায়!

মা-বাবার সান্নিধ্য পাই,

ওরা বলেন-“ভাল থাকিস,খোকা!”

আশংকা জেগে ওঠে-

ভাল থাকব কেমন করে!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =