ভূতের কেত্তন

          সমরেশ হালদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান ##

ঢ্যাঙ কুরাকুর বাজাচ্ছে ভূত নাচছে ঘ্যাঙর ঘ্যাঙ।

            সকল ভূতের লম্বা ঠ্যাঙ,

            পেয়েছে তারা অনেক ব্যাঙ।

            কেউ খায় কেউ রান্না করে,

            জল-জংলা ঝোপের ধারে।

সারাটা রাত কেত্তন গেয়ে ভাঙল ভূতের ঠ্যাঙ ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − four =