মনপসন্দ



সৌমেন ধাড়া ##

ঈশ্বর ও জীবন চায় শান্তশিষ্ট শিষ্য,
যে কোন প্রশ্ন ছুঁড়বে না উপরে,
কোন বিদ্রোহ করবে না জীবনের বিদ্রূপে,
খালি হাতে এসে খালি হাতে ফিরে যাবে ৷

সে জীবনীকার থমকে দাঁড়ালেই,
মাথায় পড়বে হাতুড়ির বাড়ি ,
আর ব্যর্থ হলে ?
দায়ী করবে জীবনকে নয় ভাগ্যকে ,
তার মাথায় সর্বদা ঝুলবে ভালোবাসা টোপ ,
পাবো পাবো করে পাওয়া হবে না সখী ৷

সে প্রকৃতির পরিবর্তনকেই বুঝবে সবকিছু ,
জীবন তাকে তাড়িয়ে দিলেও,
ফিরে আসবে ধানসিড়িটির তীরে,
কখনও শালিকের ,কাকের বেশে ৷

জীবন এমন এক মালিকানায় ভরা,
যেখানে জটিলতার আঠায় জুড়ে থাকবে মানুষ-মন,
এসবই ওঁদের মনপসন্দ ……৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 14 =