মনে রাখো

             

           বদ্রীনাথ পাল ##

যাওয়া আসা করবে পথে চোখ দুটিকে খুলে-

চলার পথে ফোনটি কানে দিয়ো নাকো ভুলে !

দেখবে আলো লাল ও সবুজ নামবে তবেই পথে-

বাম দিকেতে চলবে, ডানে নয়কো কোনোমতে।

“জেব্রা ক্রসিং” কোথায় আছে দেখবে সেটা ভেবে-

রাস্তা পারের ঝুঁকি তখন তবেই তুমি নেবে।

“ওভার টেক” নয়তো ভালো, বিপদ বাড়ে তাতে-

“ডিপার” প্রয়োগ করবে, যদি হয় প্রয়োজন রাতে।

একয়’ কথা যদি তুমি সদাই মনে রাখো-

সুস্থ সবল ফিরবে বাড়ি-বিপদ হবে নাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 5 =