মায়ের চরণ ধ্বনি

               

                   বদ্রীনাথ পাল ##

সাদা মেঘ ভেসে চলে দূর হতে দূরে-

খুশির জোয়ার মনে আগমনী সুরে !

সবুজ মাঠের আলে দোল জাগে কাশে

শিশিরেরা হেসে উঠে ভোর বেলা ঘাসে।

দিঘিজল টলোমল শাপলা-কমলে

নীলাকাশে ডানা মেলে বক দলে দলে।

শিউলিরা ছবি আঁকে উঠোনের ‘পরে

সাজো সাজো রব ওঠে বাহিরে ও ঘরে !

হিমেল হাওয়ায় ঢেউ তুলে ওই ধানে-

মাঝি মাতে দরিয়ায় ভাওয়াইয়া গানে !

আলোর বেনুটি বাজে মনকাড়া সুরে-

মায়ের চরণ ধ্বনি শোনা যায় দূরে !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 4 =