মায়ের বাড়ির চাকরগুলি

 মাথুর দাস, দুর্গাপুর ##

মায়ের বাড়ির চাকরগুলি কাঁকর বাছে চালে,

বাজার করে,  রান্নাবাটি, অতিথি  আপ্যায়ন — 

গেরস্থালি  বাইরের কাজ   করে সমান তালে,  

আবার, মুখমিষ্টি ব্যবহারেও যেন আপন জন ।

##

কিন্ত  যখন টনক নড়ে   সিন্দুকে নেই টাকা, 

কোন্ চাকরে করলো চুরি সব দেরাজই ফাঁকা ! 

ভাগাও তাকে  ঘাড় ধাক্কায়,  আনো নতুন জন,

নতুন চাকর  ভালোই হবে দেখি যে  সুলক্ষণ ।

##

সেই চাকরের চলন বলন মালিকেরই মতো,  

যখন তখন যা খুশি তাই করতে থাকে ঢের ; 

ইচ্ছে মতন  ভাঙে চুরে, সবই কপাল ফের —

নিন্দুকেরা বলে এ চাকর না রাখলেই হতো ।  

##

চাকর ছাড়া  চলেই না যে মায়ের  এ সংসার,

বাইরে ঘরে  এক নিমেষে সবই তো  ছারখার !

মায়ের  বাড়ির চাকরগুলি   চিরকালই চোর —

এই বোধ কি আছে কারো, আপনি তুমি তোর ? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =