মুখর আলোর সন্ধান

রিনা রানি দাস, সিওল, দক্ষিন কোরিয়া ##

নির্জীব নির্জন…খুঁজে ফিরি একাই
পান্থ, পথ দাও যেথায় চাই;
ওই দূর জলসায়, জ্বলেছি অবেলায়
পাইনি হরদম মনের ঠাঁই।

বিহ্বল রৌদ্দুর…কেটে-কুটে আঁধার
স্বর্ণ-মন্দির কিছুই নয়;
পিঞ্জর সন্ধ্যায়. তারারা কথা কয়
তাজমহল তাই মুখরময়।

বিভ্রম চিন্তায় কোথা যে তোকে পাই
খুঁজছি বিস্তর মনের ’পর;
চঞ্চল হৃদ-মন, খোদা কি ভগবান
পাইনি আজতক এ উত্তর।

সুনসান চিৎকার…আকাশে ছেঁয়ে যায়
নেই কি উত্তর মানুষজন;
রাত্রির ঘোর-বন, আদরে কোলে নেয়
সৃষ্ট সবটাই আপন-মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 12 =