মৃত্যুর উপত্যকা

পারমিতা ভট্টাচার্য, তারকেশ্বর , হুগলি 

 

আজ সন্দেহের কালো চাদর ঢেকে

নব উন্মোচিত প্রাণ , প্রাণ ভরে টেনে নেয়

বারুদের গন্ধ ভরা শ্বাসবায়ু ।

জন্ম থেকেই শিশুরা পায় কাঁটা তারের আস্বাদ ….

তাই –– পৃথিবী আজ বড় নিস্তব্ধ ,

কারণ তার কলজে তে ধরেছে টান ….

তন্ত্রবীণারা করেছে ধর্মঘট তার সর্বাঙ্গে ।

এখন মৃত্যুর চেয়ে বড় সত্যি আজ আর কিছু নাই ,

আজ তাই পৃথিবীর একটা সুন্দর মৃত্যু দরকার ….

যেখানে সবাই এক সাথে আমরা ডুবে যাবো শান্তির সমুদ্রে ।

যেখানে পৃথিবীর সর্বাঙ্গে হবে সবুজের সমারহ ,

যেখানে সদ্যজাত শিশু পাবে অক্সিজেনের শুদ্ধতা ….

গর্ভবতী নারী পাবে তার স্বামীর হাতের অনুকম্পা ,

——— কাঁটা তার পেরিয়ে ।

 

আর আমরা যারা কবি তারা পাবো

মৃত্যুর মধ্য দিয়ে আত্মার শুদ্ধতা ।

আজ যাদের হাতে বেয়োনেট ,

তদের হাতে হোক লাঙল ।

যাদের হাতে বোমা ,তারা স্বপ্ন দেখুক

একটা সুন্দের মৃত্যু উপত্যকার ।

এই ইঁদুরের মতো মৃত্যু ,মৃত্যু নয় ,

—– বিবেকের সাথে প্রহসন মাত্র ।

আর বুক ভরে দেখি সেই স্বপ্ন ,আমার স্বপ্নালু চোখ দিয়ে ,

যে দিন মানুষের অসির থেকে মসির স্বাধীনতা হবে বেশি ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + sixteen =