মৃত মাছের কাছে

আব্দুল আজিজ, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

##
পা দুটো সেই আটকে আছে অন্ধকারে
মড়ক লাগা গমের শীষে ;
জোৎস্না-
রুপোর আলোয় শেষে
পিছলে গেল, হাতটা মৃত মাছের কাছে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + eight =