রক্তাক্ত কোরক
অশোক দাশ ##
ষোল বছরের কিশোরী নাদিন
স্বপ্ন চোখে সমুদ্দুর,
বর্বরতার বারুদে ঝলসে শব
মুছে গেল রোদ্দুর ।
ইজরায়েলি আগ্রাসনে নিষ্পাপ কুডি,
ঝরে যায় অবেলায় ,
মায়ের বুকে শূন্য হাহাকার
যুদ্ধ যুদ্ধ খেলায়।
মৃতা জননীরবুকে কাঁদে শিশু
হৃদয়ে তোলে আলোড়ন,
কবরেমাটি দেবার নেই স্বজন
জবাব কি দেবে দুর্জন!
ওদের হাতে ছিলনা অস্ত্র
ছিল ঈদের খেলনাবাটি,
ইজরায়েলি ছোড়া রকেট বর্ষণে
ছিন্নভিন্ন রক্তাক্ত মাটি ।
বোমার শব্দে আতঙ্কে আর্তনাদে
ভাঙে ঘুম ভোরে,
কে গেল মৃত্যু মিছিলে
বন্ধু খোঁজে দ্বারে ।
ফিলিস্তিনের বুকে যুদ্ধের বিভীষিকা
কবে শেষ হবে?
কতদিন আর স্মৃতি আঁকডে
শান্তির সকাল দেখবে??
বিচারের বাণী নিভৃতে কাঁদে
কোথায় মানবাধিকার কমিশন!
সারা বিশ্বে উত্তাল জনরোষ
ধিক্কার ইজরায়েলি আগ্রাসন ।