রবীন্দ্র নজরুল সন্ধ্যা দুর্গাপুরে

রবীন্দ্র নজরুল সন্ধ্যায় সংস্কৃতি মুখর হয়ে উঠল দুর্গাপুরের বেনাচিতি। ৬ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর বেনাচিতির জে, কে, পাল লেন-এ নাদিয়া সোসাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে এক রবীন্দ্র নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্পাদক শ্রী সুব্রত মিশ্র ও সভাপতি শ্রী পরেশ চন্দ্র সরকার। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বেবী লাহিড়ি, মানসী চৌধুরী, বেবী নন্দী,জুলি রায়, সাথী ভড়, ছন্দা ঘোষ ও অনন্যা ভট্টাচার্য। ছোট বড় সমস্ত শিল্পীরা আবৃত্তি গান নৃত্য ও নাটক পরিবেশন করেন। আবৃত্তিতে অপ্রতর্ক ভট্টাচার্য ও শুভজিত্ নন্দী, গানে বিদিশা রায় ও শ্রেয়া চট্টোপাধ্যায় এবং নৃত্যে সৃজনী রায় ও ধৃতি পারশিয়ালের  উপস্থাপনা ছিল উল্লেখ যোগ্য।  সৌরেন চট্টোপাধ্যায় ও সোহম চট্টোপাধ্যায়-এর শ্রুতিনাটক ও হীরক রাজার আদলে  ছোটদের “জুতা আবিষ্কার”- নাটকটি দর্শকের মন জয় করে। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা,  পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন প্রখ্যাত কবি ও বাচিক শিল্পী শান্তনু ভট্টাচার্য। সহযোগী সঞ্চালনায় ছিলেন সুজাতা পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =