লক্ষ্মীপূজো

তাপস কুমার মুখোপাধ্যায় ##

লক্ষ্মীপূজোয় হয়না নাড়ু

হয়না বোধহয় পেটপুজো,

কাগজে তাই হিজিবিজি সব

চোখটা করে আধবুজো|

মনের চোখে ভেসে ওঠে

অভীক বাড়ির আটভাজা,

অজয় বাড়ি কেমনে ভুলি

মাসিমার চিড়ের খাজা|

তিলের নাড়ু, নারকেল নাড়ু

গুড় কিবা চিনির পাক্|

খিচুরি আর লুচির ভোগে

পেটটা হবে জয়ঢাক|

তবু আবার যেতে হবে

গনেশ দাদার বাড়ি

পাত পেতে খিচুরি ভোগ

না গেলেই মুখ হাঁড়ি|

রেহাই পাওয়া হবেনা তবু

পার্থ ঐ যায় হেঁকে-

ওদের লক্ষ্মীর ফ্রায়েড রাইস

দেখতে হবে চেখে|

আরও কত বাদ যে গেল

হিসাব তার নাই,

চিত্ত কাকু, দিলীপ কাকুরা…..

রইল বাকি তাই|

লক্ষ্মী পূজোর জাঁকজমক

কোথায় বা তার আড়ম্বর,

আজ নাড়ু আসে বাজার থেকে

খরচ করে কে কার গতর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =