লাগাম

জয়ীতা চট্টোপাধ্যায়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনা

 

আজ এখানে অন্ধকার নিকষ শ্বাস,

তোমার আমার আকাশের ভাঁজে

দাঁড়িয়ে থাকে বিচ্ছেদী এক চাঁদ।

নিঃশব্দে বয়ে যায় কথা,

মুখরিত থাকে প্রতিটা মধ্য রাত।

সে সুর একাই গান বাঁধে ,

নিমগ্ন হয়ে জ্বালিয়ে দুটো হাত।

তোমার আমার গান ও ঝড় তোলে,

কেঁপে ওঠে আকাশে বজ্রাঘাত।

চাঁদের প্রহর গুনি কবিতার অক্ষরে,

এপারে শরীর থাকে ওপারে মনের অংশ ভাগ।

নক্ষত্ররা মাতাল হয়ে জাগিয়ে রাখে প্রেম,

সঘন হয় অতৃপ্ত উত্তাপ।

নিয়ত জ্বালিয়ে রাখি যজ্ঞের আগুন,

আর বিরহ জুড়ে একটা জলপ্রপাত।

ওপরে জলের মতই স্বচ্ছ জীবন,

তার নীচে কেঁপে কেঁপে ওঠে আমাদের বাড়ি ঘর।

কাঁটা তারের দূরত্বে প্রেম বাঁচে,

আমরা রক্তে ভেসে যেতে যেতে বলি,

ওরে এবারে লাগাম ধর।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 12 =