শিকড়কথা

সুধাংশুরঞ্জন সাহা, কলকাতা ##

(এক)

চোরাবালির ভয়ংকরতা 

গায়ে মাখতে না পারলে

এ-জীবনে বেঁচে থাকার রহস্য

ছুঁতেই পারতাম না আমি ।

(দুই)

জীবনে সমস্যা না থাকলে

কে আর মানতো

রক্তের ভিতর আজীবন

যুদ্ধের দামামা !

(তিন)

এতোদিনে বুঝেছি

ভালোবাসা থাকে শিকড়েই ।

শাখা প্রশাখা আর পাতায় শুধু

অবিশ্বাস লুকোচুরি খেলে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 8 =