শীত  এসেছে শীত

তৌফিকুল ইসলাম চৌধুরী

শীত  এসেছে    শীত     হাঁড়    কাপানো   শীত  ,
প্রবল  দাপট  শীতের   তবু   গাঁয়ে   চলে    গীত।
সারা রাতি  শীতের কাঁপন   কাথায়   নেই  উম,
মায়ের  আদর – সোহাগ তবু  আসে নাকো   ঘুম।
চাঁদের  আলোয়  দূরের মাঠে   হৈ-হুল্লোড় খেলা ,
খেলতে গিয়ে হুঁশ থাক না  যায় যে কখন বেলা!
সরিয়ে নেকাব ঘনকুয়াশার ভোরের আলো ফুটে,
নরম  রোদের  পরশ  পেতে    মন বাহিরে    ছুটে।
ভোরের দোয়েল ঘাসের উপর লেজউচিয়ে নাচে,
রসের  হাঁড়ি   টই-টম্বুর      ঝুলে খেজুর    গাছে।
ঘরে    ঘরে    পিঠা   পুলি  ভীষণ      খুশি    মন।
ভাঁপা    চিতই    পাটি-সাপটা  নানা    আয়োজন
রস ভাত    চড়ুইভাতি   বনভোজন   আর  মেলা
শীত এলে ভাই দেয় যে ধরা   নয়তো হেলাফেলা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − two =