শীত এসেছে

 বদ্রীনাথ পাল, গৌরাংডি, পুরুলিয়া ##

শীত এসেছে শীত এসেছে

কুয়াশায় মুখ ঢেকে-

সর্ষে ক্ষেতে, গাঁদার বনে

হলদে ছবি এঁকে।

শীত এসেছে, শীত এসেছে

শিশির ঝরা রাতে-

বড়দিনের খবর নিয়ে

সান্তাক্লজের সাথে।





শীত এসেছে, শীত এসেছে

শুকনো পাতার বনে-

বিদায় করে সব পুরাতন

নূতন আবাহনে।

শীত এসেছে, শীত এসেছে

সঙ্গে পায়েস-পিঠে,

দু ‘হাত ভরা নলেন গুড়ের

ক্ষীর -সন্দেশ মিঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − six =