শুধু তোর জন্য 

অসীম মালিক, শীতলপুর, হুগলী  

একটি আকাশ চেয়েছি ,
একগুচ্ছ গোলাপের কাছে ।

একমুঠো রোদ ,
একখণ্ড মেঘ ,
একফোঁটা বৃষ্টির জন্য ….

মাটির আয়নায় নিজেকে দেখব বলে ,
যতবার রোদ্দুরে এসে দাঁড়িয়েছি ।
আমি তোর মেঘের ভিতর শুনেছি —
একগুচ্ছ গোলাপের ডাক ।

মেঘের জন্মান্তর ,
তোর চোখের মাটিতে দেখব বলে ।
একটি আকাশ চেয়েছি —
শুধু তোর জন্য …

আমি বৃষ্টির ভিতর শুনেছি নদীর ডাক ।
নদীর বুকে তোকে দেখব বলে ,
একটি আকাশ চেয়েছি —-
শুধু তোর জন্য …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + one =