সব চেয়ে বড় বই

সবচেয়ে বড় বইয়ের খেতাব পেল আমেরিকার একটি বই।  গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ ইতিমধ্যেই স্থান করে নিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেটের অলাভজনক একটি প্রকাশনা সংস্থা। ‘আই অ্যাম টেক্সাস’ শীর্ষক ৭ ফুট লম্বা এবং ১১ ফুট প্রশস্ত একটি বই প্রকাশ করে এই  নতুন রেকর্ড গড়েছে ‘রাইট  লিটারেসি অর্গানাইজেশন’ টেক্সাসের ৪০টি স্কুল ডিস্ট্রিক্ট থেকে তৃতীয় থেকে দ্বাদশ গ্রেডের ছাত্র-ছাত্রীর লেখা ও শিল্পকর্ম স্থান পেয়েছে বইটিতে। 

গ্যালভেস্টনের ব্রায়ান মিউজিয়ামের সঙ্গে যৌথভাবে কাজ করে এই সংস্থা। সংস্থাটি ‘লেখার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরী করা’র উপরে বেশি জোর দেয়। বিশ্বের ঐতিহাসিক নিদর্শনগুলোর একটি বৃহত্তম সংগ্রহশালা এবং শিশু-সাহিত্য প্রকাশণা সংস্থা ‘অর্ডিনারি পিপল চ্যাঞ্জ দ্য ওয়ার্ল্ড’র সাথে সম্পৃক্ততা রয়েছে এই সংস্থাটির। 

সবচেয়ে বেশী বিক্রি হওয়া গ্রন্থের লেখক ব্র্যাড মেল্টজার এবং চিত্রকর ক্রিস্টফার এলিওপোলাসের সর্বাধিক বিক্রি হওয়া সিরিজের ওপর ভিত্তি করে হিউস্টনের এইচ-ই-বি থ্যাঙ্কস গিভিং ডে প্যারেডের (২৪ নভেম্বর) পরই বিশাল বইটি সারা রাজ্যে বিভিন্ন স্থানে প্রদর্শিত হবে বলে  জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =