সময়ের ফরমান 

সুধাংশুরঞ্জন সাহা, কলকাতা

 

ঔদ্ধত্য কোনদিন জেতে না ।

দুর্যোগ কেটে গেলে নির্ঘাত হেরে যায়

দশ শূন্য ভোটে ।

 

মানুষ সাময়িক বিভ্রান্ত হয় ।

তারপর সব মেঘ কেটে যায় ।

 

মাঘের পান্ডুলিপি সরিয়ে

শিমুল আর পলাশ হৈ হৈ করে

ফাল্গুনের আবির ওড়ায় ।

 

সময়ের এটাই ফরমান ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =