সাধনা

 রাকিব মন্ডল, হরিহরপাড়া, মুর্শিদাবাদ

 

বসন্ত এলে মনে পড়ে তোকে,

পাখি জানে এ দিনের কথা কতটা সত্য

কতটা মিথ্যে চরাচর জুড়ে;

রঙীন দস্তানা রয়েছে খালি

কাব্যে যদি রস না জোগায়,মনে যদি না

ধরে শিল্পকলা,না আসে সুধা…

তবে পন্ডশ্রম হবে যতসব সাধনা!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + nine =