সামাজিক সচেতনতায় মূকাভিনয়

 

কুসংস্কার এবং অন্ধ বিশ্বাসের কালো ছায়ায় এখনও আবৃত সিংহভাগ মানুষজন। বিশেষ করে গ্রামাঞ্চলে এখনও নানা ধরনের অন্ধ বিশ্বাসের বলি হন সাধারণ মানুষ। মানুষের মাঝে থাকা কুসংস্কার বা অন্ধবিশ্বাস দূর করতে উদ্যোগী মফঃস্বলের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা। সামাজিক সচেতনতা বাড়াতে তাই তেমনই এক সাধু উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার চারঘাটের শিবম মাইম একাডেমি। সম্প্রতি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির তৃপ্তি মিত্র নাট্য গৃহে অনুষ্ঠিত হল শিবম মাইমের নতুন প্রযোজনা ঠগবাজ। মূকাভিনয় ঠগবাজের ভাবনা ও নির্দশনায় অরবিন্দ হাজরা।

 মেকআপ-এর দায়িত্বে ছিলেন সাহানুর ইসলাম ও আরিফ হোসেন। শ্রেয়া বসু ও অরবিন্দ হাজরার সঙ্গীত কানে আরাম দেয়।  নির্দেশক অরবিন্দ হাজরার পাশাপাশি অভিনয়ে নজর কেড়েছেন  সাহানুর ইসলাম, প্রনব মণ্ডল, সোমা শিকদার, অর্জুন মণ্ডল, আরিফ হোসেন, প্রসেন সাহা, কুন্তল মণ্ডল, রথীন মণ্ডল।

  অবেক্ষণ -এর পাঠকদের জন্য রইল সেই মূকাভিনয়ের কয়েকটি মূহুর্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 5 =