সূর্যজয়ের মিছিল

সুমান কুণ্ডু, কলকাতা ##

এ কোন খেলা চলেছে বিশ্বজুড়ে

সভ্যতা কোন রক্তক্ষরণের সাক্ষী

পিশাচের চোখে জ্বলছে খ্রীষ্টের জন্মভূমি

ছাইয়ের কবলে ভূস্বর্গ কাশ্মীর,

উগ্রতার চরম শিকার পুলওয়ামা

পড়শী দেশের সখ্যতা কোকোফলের তিক্ততায়।

হিংস্র বন্দুকবাজের হানায় ক্ষত-বিক্ষত আমেরিকা,

গ্রাস করেছে শান্তি, শয়তানের অট্টহাসি।

কাবুলের শিশুর রামধনু ঢেকে যায়

বারুদের ধূসর রঙে

সন্ত্রাসের শিষ ক্রাইস্টচার্চের বাতাসে

সদা শান্ত দেশের মেরুদন্ডে, শ্বেত শোণির আহ্বান

উস্কে দিচ্ছে বিস্মৃতির ‘নয়-এগারো’।

একি হুঙ্কার সভ্য প্রজতির কাছে?

সরীসৃপের কাছে জানু পেতে রয়েছে উষ্ণ রক্ত,

এ কোন খুনেরা খেলা

কোন মারণস্বপ্ন মেলে ধরেছে প্রকান্ড হাঁ?

ছায়ায় এখন গভীরতম রাত্রির পরিভাষা।

এসো যাই গ্রহণগ্রস্ত দিনকে অসার করে

প্রকৃত সূর্যজয়ের মিছিলে।

One thought on “সূর্যজয়ের মিছিল

  • February 3, 2020 at 2:31 pm
    Permalink

    EXCELLENT

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =