সেদিনের কথা

পারমিতা ভট্টাচার্য, তারকেশ্বর, হুগলী ##

একদিন থেমে যাবে হাপরের উঠা নামা

চোখের পাতা ঋদ্ধ হবে তুলসীর ওমে

মাটিতে মিশে যাবে যত অহংকার,তেজ

এই প্রাণ ডুবে যাবে অতল ঘুমে।

বেজে যাবে কানে অবিরত করুণ সাইরেন

স্তব্ধ সময় ঘিরে বয়ে যাবে বিলাপের সুর

আমি শুধু এই ঘরবাড়ি,সমর্থ পৃথিবী ছেড়ে

অজানা রাস্তার পথিক,একা হেঁটে যাবো বহুদূর।

এককোণে থাকবে পড়ে আমার কবিতারা

ধুলোর পরতে ঢেকে যাবে যত অভিমান

অনাদরে কলমের গলা বেয়ে উঠবে কান্নারা

সময়ের নিরিখে যত স্মৃতিরা হবে ম্লান।

ব্যস্ত পৃথিবী,ব্যস্ত পরিজন,ব্যস্ত সময়ের খাতা

আমি থাকবো শুধু একগুচ্ছ ধূপ কিংবা ফুলে

চাপা পড়ে যাবে যত শোক,সময়ের স্রোতে

শুধু কোনও এক শ্রাবণ সন্ধ্যায়, এস্রাজ উঠবে মেতে মেঘমল্লার সুরে।

এক সমুদ্দুর অভিমান মেখে তবু মন বলে

যত শোক আজ দূরে থাক, উড়ে যাক মেলে দিয়ে পাখা

কবিতা ছাড়া এজীবনে আছেটাই বা কী?

মৃত্যুঞ্জয়ী হোক শুধু আমার লেখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + one =