সে প্রথম প্রেম

কিশলয় গুপ্ত ##

আলোর তাগিদ- হয়তো মনের ভুলে

খিড়কির খিল কেউ রেখেছে খুলে

           ধন্য এখন বন্য বাগানবাড়ি।

ঠান্ডা বালিশ- চাদরে দীর্ঘশ্বাস 

মশারীর ভিতর অবাঞ্চিত মশা

উপন্যাসের মাঝ বরাবর ফাঁকা

উপসংহার লিখছে তারাখসা

          অরন্যমন শহরে দেয় আড়ি।

অনেক শব্দ ঘুমের মাঝে থাকে

অবলা চোখ দুঃস্বপ্ন আঁকে

আড়ত জুড়ে তুমুল ওঠাপড়া

    স্বপ্নরা দেয় আকাশ পথে পাড়ি।

বলার মতো শব্দ সবই শেষ

অরন্যমন যাচ্ছে শহর ছাড়ি

তৃপ্তিতেই লিখলো প্রেমিক বেশ

   জীবন খোঁজে বাক্য শেষে দাঁড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =