স্বপ্নের দেশে 

দেবজিত মুখোপাধ্যায়

পড়াশোনা শেষে ক্লান্তির বেশে চোখ জুড়ে আসে ঘুম , 
কার্টুনে দেখা চরিত্র খোঁজে স্বপ্নের  মরশুম ।
পড়ার চাপে নুইয়ে পড়া মন আকাশেই চায় মুক্তি , 
স্বপ্নেই ছুঁতে পারে উচ্চতা উড়িয়ে  তর্ক যুক্তি । 

লাল চোখে শিক্ষক  বাবা মা আর শাসনের দাঁতনখ, 
অসম্ভবের সাথে আজগুবি স্বপ্নেই দেখা হোক । 
স্বপ্নেই মেলে দুইয়ে দুইয়ে চার অধরা ইচ্ছা এসে , 
স্বপ্নেই ছোটে সব সীমা ছিঁড়ে মহাভারতের দেশে । 

স্বপ্নের ঘোরে মন অগোচরে জুরাসিক যুগে বেরিয়ে , 
সব পেয়েছির দেশে খেলা করে সব বেড়াজাল এড়িয়ে। 
রাস্তার হোটেলে ছেলেটির চোখে লেগে আছে গাঢ় ঘুম , 
তারও স্বপ্নে বাঁচার  অধিকার  জোগায় রাত নিঃঝুম । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =