স্বাধীনতা

অশোক দাশ  ##

শত   জননী    পুত্র   হারা    রক্ত   ঝরা  দিন ।

দেশ ভাগের যন্ত্রণা বুকে ভারত হলো স্বাধীন ।

কাঁটা  তারে    আটকে   দেহ  হৃদয়  অবিচ্ছিন্ন,

মনের মাঝে গুমরে কাঁদে ভালোবাসা নয় দীর্ন ।

স্বাধীনতা মানে রক্তাক্ত ইতিহাস লাখো শহীদের তর্পণ,

স্বাধীনতা মানে সন্তানহারা জননীর মুখে হাসি সুখী ভারত দর্শন ।

স্বাধীনতা মানে প্রত্যাশার ফুল সোনাঝরা সোনালি সকাল,

স্বাধীনতা মানে স্বপ্ন পূরণ রক্তিম গোধূলি বিকাল। 

স্বাধীনতা মানে অসীম আকাশ মুক্ত বিহঙ্গের কলতান,

স্বাধীনতা মানে বাধা- বন্ধনহীন যৌবন উচ্ছ্বাস জোয়ার ভরা বান।

স্বাধীনতা মানে অমল অঙ্গীকার সব হাতে কাজ উপোসী জঠরে ভাত ,

স্বাধীনতা মানে নিরাপত্তা শান্তির আশ্রয় সোহাগ ভরা রঙিন মধুর রাত ।

স্বাধীনতা মানে সম্প্রীতির ঐক্যতান মন্দিরে ঘণ্টাধ্বনি মসজিদে আজান,

স্বাধীনতা মানে রাম- রহিমে কোলাকুলি দেবীবরণ- শোকযাত্রা-  ভাসান ।

স্বাধীনতা মানে নারীর সমানাধিকার তন্বী বুকে  বহ্নি নির্ভয় জীবন,

স্বাধীনতা মানে সবার স্বাস্থ্য সবার শিক্ষা বোধের চেতনার নবজাগরণ ।

স্বাধীনতা মানে সম- মর্যাদা কৃষাণের প্রানে নবান্নের আঘ্রাণ,

স্বাধীনতা মানে শ্রমিকের গড়া সম্পদে রক্ত- ঘামের  সম্মান ।

স্বাধীনতা মানে আঁধারের অবসান ঊষার আলোয়  মুক্তিস্নান ,

স্বাধীনতা মানে প্রেম – মৈত্রীর গানে মানুষের ভালোবাসার অম্লান আখ্যান ।

সেই  কাঙ্খিত  স্বাধীনতার  জন্যে  সংগ্রাম  আমরণ,

সেই  স্বপ্নের    প্রতীক্ষায়  প্রতিক্ষণ   নতুন বীজ বপন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =