হিং-টিং-ছট

জয়ন্ত চক্রবর্তী ##

 অশিক্ষিতের বুকের কাছে পেন

 শিক্ষিতের আড়-ময়লা ধুতি, 

 মজে যাওয়া ডাকসাইটে নদী

 তেল ফুরানো পিদিম ও তার দ্যুতি l

 শুকিয়ে যাওয়া পাঁকে ল্যাঠামাছ

 ছিন্ন জালে জড়িয়ে মাছের স্বপ্ন, 

 ঠান্ডা হাঁড়ির ভিতর সিদ্ধ আলু

 মুখ থুবড়ে অর্থনীতি ভগ্ন l

 এমনি নানান হিংটিংছট মাথায়

 হালকা বুকে পাথর দেয় চাপা, 

 কারো কাছে এসব অলীক হলেও

 কারো কাছে বাটখারাতে মাপা l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =