হোক প্রতিবাদ

 বসন্ত পরামাণিক, নোদাখালী, দঃ ২৪ পরগণা ##

হয়েছি স্বাধীন শত শহীদের 

রক্তের অক্ষরে,

স্বাধীন, তবুও দেশরক্ষায়

প্রাণ যায় কত ঝরে ।

ভারতীয় সেনা নির্ভীক তাই

বুলেটে করেনা ভয়,

জীবন দিয়েই করেছে প্রমাণ

মাতৃভূমির জয়।

যে মাটিটা আজ জঙ্গি হানায়

ভেসেছে রক্তস্রোতে,

সে মাটির বীর জওয়ানরা ঠিকই

পারে প্রতিবাদী হতে।

দেশবাসীর ঐ বুকের ভিতরে

শহীদ সেনার স্থান,

প্রতিবাদী সেনা সাজছে শীঘ্র

জঙ্গিরা সাবধান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seven =