৩১৫ কোটি টাকায় বিক্রি হল হাজার বছরের পুরনো বাইবেল

এগারোশো বছর আগে হিব্রুতে লেখা একটি বাইবেল বিক্রি হয়েছে ৩৮.১ মিলিয়ন ডলারে ( তিন কোটি ৮১ লাখ)।  যার ভারতীয় মুদ্রায় মূল্য দাঁড়াবে প্রায় ৩১৫ কোটি টাকার কাছাকাছি।  দাবি করা হচ্ছে, এটিই হিব্রুতে লেখা বিশ্বের সবচেয়ে পুরনো বাইবেল। 

চামড়ায় বাঁধানো আর হাতে লেখা এই বাইবেলটি বিক্রি হয়েছে নিউইয়র্কে। ধারণা করা হচ্ছে এটি উনিশ শতকের শেষ দিকে লেখা হয়েছিল।

ইসরায়েলে এএনইউ মিউজিয়ামে রাখা হবে বাইবেলটি।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যালফ্রেড এইচ মোজেস অলাভজনক আমেরিকান ফ্রেন্ডস অফ এএনইউ-এর তরফ থেকে এই বাইবেল কিনেছেন। এই নিলাম চার মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। দুইজন দরাদরি করেছিলেন। এই বাইবেল ৮৮০ থেকে ৯৬০ খ্রিষ্টাব্দে লেখা বলে মনে করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 18 =