অপরাজিতা

সৌরভ কুমার পোদ্দার

অপরাজিতা, তোমার নামে, হাজার দুঃখ জয়৷
জল সোহাগে শ্যাওলা বোনা, হৃদয় জুড়ে ক্ষয়৷
বোতাম পুঁতির মগ্ন খেলা, নীরব লেখার পুঁজি৷
আকাশ জুড়ে রঙবাহারে, সন্ধ্যাতারা খুঁজি৷
অপরাজিতা, বর্ষা তুমি, আঁধার কালো রাতে৷
মেঘের বুকে কান্না জমা, খুশি কী তুমি তাতে?
ঝাপসা কথায় জরির কাজে, স্বপ্ন ফুলের মালা৷
গন্ধবিহীন ফুলদানিতে, দিন ফুরোবার পালা৷
জ্বলন্ত চিতায় হার না মানা,মাংস পোড়া স্বাদ৷
কেদারা জুড়ে ঘাড় গোঁজা দিন, মনজোড়া বিষাদ৷
মাদক নেশায় হার মানিনি, তোমায় ছোঁওয়ার ভয়৷
অপরাজিতা, তোমার নামে, হাজার দুঃখ জয়৷৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 3 =