নিষিদ্ধ সুখ

স্নিতি ঘোষ

ঘামঝরা গোটা প্রহরের শীতঘুম চাহনি
ফুরফুরে বিকেলের কিতকিত্ হাসি,
জুতোদের ছুটি;আর আঙুল দহন তোর-আমার
আম্রকুঞ্জের লালমেঘ গোড়ালির গোছে
কাঁকরে কাঁকর ঘষে গুঁড়ো প্রেমের ডানার দিব্যি
সন্ধ্যের চার ঠোঁটের নরম জোনাকি আদর;
পিঠ-বুক-চুল-চিবুকে টুপটাপ তারাখসার কথা
আজ রাত্রি আসবে চুপ ঠিকানায়,নিষিদ্ধ মৌতাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + five =