কাশের হাসি
রূপালী গোস্বামী, আনন্দপুর, কলকাতা
শরৎকালে মাঠের ধারে
কাশের হাসি চমৎকার,
তার দোলাতে ভ্রমর আসে
রূপটি দেখে রঙবাহার।
কাশের পাশে লুকিয়ে হাসে
ফুলের কুঁড়ি মুখ ঢেকে,
কাল সকালে হাসবে ডালে
উঠলে জেগে ঘুম থেকে।
কাশের রাশি ছড়ায় হাসি
শিশুর হাসি মন ভরায়,
সেই হাসিতে উঠলে মেতে
খুশির শরৎ রঙ ছড়ায়।।
Post Views:
326