প্রেমিকা
স্নেহাশিস বন্দ্যোপাধ্যায়
সেমিনার শেষ
জ্বালাময়ী বক্তৃতা দিয়ে তুমি প্রমান করে দিয়েছ
কান্না আসলে টেস্টটিউবের রিফ্লেক্স ।
এই সুযোগে তোমার নাভি দেখতে পেয়েছে ভাদ্রমাস
নরম ঘাড়ের উপর রাখা হয়ে গেল আরও একটি চৈত্রসেল,
সর্বনাশ।
প্রিয়তমা,
শাড়ির ভাঁজ ঠিক করতে করতে নেমে আসা জলকণা দুটি অক্সিডেশন?
ব্যাড ইম্প্রেশন
নাকি সব জিউসের শব ।
সায়েন্স ল্যাবটি খুলে দেখ শেষবার ,
সক্রেটিস দাঁড়িয়ে কোদাল হাতে, বারবার
আজ বৃক্ষরোপণ উৎসব ।

Post Views:
434