আমার বাবা

রূপালী গোস্বামী (আনন্দপুর, কলকাতা)

রবিবার সাত সকালেই আমার বাবা
চা-বিস্কুট খেয়ে,
থলি হাতে গেলেন বাজারে
কিছু টাকা নিয়ে ।
কিনলেন মাছ – মাংস
আর নানান শাক – সব্জি,
ভেবেছেন ফিরে ঘরে আজ
খাবেন ডুবিয়ে কব্জি ।
বাজার সব করার পর
বাঁচল না টাকা কিছু –
পথে দেখলেন এক বৃদ্ধ বসে
চোখে জল মাথা নিচু ।
বুঝলেন তিনি খুবই গরিব
পায় না খেতে পেট ভরে ।
ভিক্ষাই তার কপালে এখন-
রাস্তায় রাস্তায় সে ঘোরে ।
নেই টাকা তাকে দেবার মতো ,
তবু পারলেন না যেতে চলি ।
ডেকে তুললেন বৃদ্ধটিকে ,
হাতে তুলে দিলেন তাঁর থলি ।
বৃদ্ধটি অপ্রস্তুত,
মনে তার বিস্ময়-
আজকের পৃথিবীতে এখনও
এমন দয়ালু মানুষ হয় ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =