নারী

মধুছন্দা অধিকারী মুখোপাধ্যায় (গোবরডাঙ্গা, উঃ ২৪ পরগনা)

যুগান্তব্যাপী মানুষের একটাই অনুযোগ:
নারী তুই জন্মালি কেন?
তুই তো অচ্ছুত,
তোর শরীরে অমাবস্যার বিকৃত ছবি;
বাবুরা তো চাঁদের মতো স্নিগ্ধ
কিন্তু তুই নিসার চন্দ্রগ্রহণ-
ব্যর্থ গুন , নিথর নৈ:শব্দ;
বাবুরা যে তুলির ক্যানভাসে তোকে কালিমাখায়
তাই চক্রাকারে রূপান্তরিত অঞ্জলী,
নারী তুই আজ অদৃশ্য প্রেতের মতো;
অসমাপ্ত মুখ-
তুই গণিকা ,তুই পূজিত মহামায়া,
তবুও অনাবৃত অবয়বে চিরকালীন প্রশ্ন!
নারী তুই জন্মালি কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + eight =